ছেলেদের জীবন
রিপলু চৌধুরী
অদ্ভুত ছেলেদের এ-ই জীবন
বহমান এ-ই নদীর মতোন
ঘূর্ণিঝড় আর জলোচ্ছ্বাস সারাক্ষণ
সবকিছু ভাসমান রেখে নদীর মতোন।
শৈশব কৈশোর কেটে যায়
মা বাবার কুলে
যৌবনে ছেলেরা প্রেমে পরে
মন থাকে মেয়েদের কুলে।
প্রেমিকার মন রক্ষা করতে
ব্যাকুল ছেলেদের মন
প্রেমিকার মন খুশি করতে
শুরু হয় টিউশনি জীবন।
মেয়েদের যখন বিয়ের বয়স
ছেলেদের শেষ হয় ছাত্র জীবন
প্রেমিকার তাগিদ বিয়ে কর আমায়
ছেলেরা তখন বড়ো অসহায়।
চাকুরির খুঁজে ছুটে ছেলেরা
প্রেমিকা বসে বিয়ে পিড়িতে
তছনছ হয়ে যায় ছেলেদের জীবন
সঠিক বয়সে হয়না কর্মজীবন।
যখন পায় ভালো একটা চাকরি ধরতে হয় সংসারের হাল খানি
ভাবতে হয় ভাই বোনের জীবন নিয়ে
হাসি যেন ফুটাতে পারি সবার মনে।
যখন হয় বিয়ে বয়স খানি
খুঁজি একজন ভালো মনের নারী
সমাজের লোক সমালোচনা করে
খুঁজি নাকি সুন্দর নারী।
অবশেষে হয়ে যায় বিয়ে
সুখের সংসার সাজাই দুজন মিলে
সন্তান আসে সুখেরব সংসারের
তাদের চিন্তা শুরু হয় নতুন করে।
সন্তানের ভবিষ্যতে চিন্তা করে
ছুটে চলে দুই পা দেশ দেশান্তরে
কেউ পারি দেয় বিদেশে কাজের জন্য
সন্তান স্ত্রী ঘরে রেখে।
এভাবেই চলে ছেলেদের জীবন
তিলে তিলে ক্ষয় দেহের শক্তি
তবুও সমাজের নেই তাদের শান্তি হাটুর জুর চলে গেলে আসে অশান্তি।
অনেকরই আশ্রয় হয় বৃদ্ধাশ্রম
কারবা সংসারের শুনতে হয়
ছেলে বৌ কিংবা সন্তানের তুচ্ছ কথা
বেশি কথা বলো না বুড়ো বেটা।
খাবার থালা পায়না সময় মতো
অসুস্থ হয়ে পরে ছেলেদের জীবন
বুড়ো বেটা নাম পরে সংসারের
দেহের বল চলে গেল অসহায় জীবন।