চোখের পানির মতো আকাশ
মুহাম্মদ হেলাল উদ্দিন
সমাপ্তির ছাই, আগুনের ইতিহাস ব্যাবিলন জানে
জানে ফুলের ইতিহাস বাগদাদের নদী, আর নদী
তাপাগোস পয়েন্ট জানো পানিও ছাইয়ের ইতিহাস?
পৃথিবীর কোনো সমুদ্র জানো? আমার দুই মহা__
সমুদ্র জানে নিভিয়ে দিতে না নেভা আগুন
পৃথিবীর যে দূরেই থাকো বনী আদম, জননী
হাওয়া, ছায়ার আকাশ হিসাব রাখা ভাই, তোমার ব্যথার
বীজ শেষ হয়ে যাবে এ দেহের এক একটি কোষ, আকাশ
মহাকাশ ধারণের অনেক, যত যন্ত্রণা তোমার
আমার সে অংশ পূরক। পৃথীবির প্রায় তেতার জলে
যত দূরের দাবানল অসহায় পাহারের আগুন
প্রথম আকাশ চোখের পানির মতো
এজিয়ান হয়তো তেমন ইতিহাস।
ধন্যবাদ বাংলাদেশ ভূমি