তোমাকে বলছি হে নবীন
মোসাঃ লিপি
ভেঙে -চুরে নতুন করে
গড়ে দিতে সমাজটারে
নবীন তরুণ হও আগুয়ান।
জীবন বাজী রাখতে রাজী
কণ্ঠে বাজুক জয়ের গান।।
দেশমাতা আজ বিপথ গামী
কেমনে ভাল থাকবে তুমি?
অন্যায় আর অবিচারে
আচ্ছন্ন দেশ কুসংস্কারে,
মিলবে মুক্তি কেমন করে?
দুর্বার হোক চলার গতি
এগিয়ে যাও হে সারথী
দেশমাতা আজ করছে আহ্বান।
দেশ নায়েতে মাঝি হতে
সমৃদ্ধিতে এগিয়ে নিতে
জাতি আজ ডাকছে তোমায়
এসো নও জোয়ান।