কনকনে শীতের দিনে
রাজীব হাসান
কনকনে ঠান্ডায় জমে যায়
শিশুদের খেলা ঘর
ভোরে বাতাস এসে ভিজায়
শিশিরে দুবলার চর।
শিশিরের জলে ভেসে যায়
গাছের সবুজ পাতা
নিভু নিভু রোদে খুকি বসে
হাতে বই আর খাতা।
কনকনে শীতে ঠনঠনে হাতে
দাদু লেখে কবিতা
ওপাশে বইয়ের পাতায় খুলে
বসে আছে ববিতা।
রোদে বসে খিলখিল হাসে
ছোটো মেয়ে নিপা
কাথা গায়ে শুয়ে আছে
ভীতুর রানী রিপা।