আহ্বান
মোঃ খলিল কুয়েত প্রবাসী
মানুষ যদি অমানুষ হয়
সে পশুকেও হার মানায়
সেই অমনুষের হিংস্র থাবায়
বিঘ্ন ঘটে সমাজ ব্যবস্থায়।
মানুষ সমাজে শৃঙ্খলা নেই
মানুষ নামক পশুর থাবায়
মানুষ রূপি ঐ পশুদের থেকে
খুঁজছে মানুষ বাঁচার উপায় ।
অল্প কিছু অসৎ মানুষ
তাদের কাছে জিম্মি সবাই
ওদের থেকে মুক্তি পেতে
সুবুদ্ধি আর সৎ সাহস চাই ।
সমাজের এই দুর্দিনে
সৎ মানুষের বিকল্প নাই
অসংগতি দুর করতে
সৎ মানুষের হস্তক্ষেপ চাই ।
সৎসাহসী মানুষ যারা
তাদের প্রতি আহ্বান
মান অভিমান ভুলে গিয়ে
অসৎ তাড়ান সমাজ বাঁচান !