জেগে ওঠো
শরিফুল ইসলাম
আমার দেশে খাদ্যের অভাব নাই
তবু না খেয়ে মরে ছাগলের দল হায়নার অত্যাচারে।
সোনার এই দেশে নাই জ্ঞানের অভাব,
নাই শুধু তা খোঁজ করার ইন্দ্রজাল।
এখনো না খেয়ে মরে হাজারও শান্ত প্রাণী
প্রতিবাদ করার কিছু নাই,
কথা বললেই ছিড়ে খাবে শকুন বা চামচিকার দল।
আমার দেশ সোনার দেশ,
কিন্তু সোনার কোনা গুলো কাদায় মুড়ানো,
কাট ফাটা চৈত্রের রোদে শুকাতে শুকাতে হয়ে গেছে মাটির ঢিবি,
দেখে কেউ বুঝতে পারে না এই মাটির ঢিবির আসল রুপ।
আর তাছাড়া কেউ বুঝার চেষ্টাও করেনা,
সবাই খাদ্যাসনে ব্যাকুল সবার পেটে যে ক্ষুধা, প্রচুর ক্ষুধা,
তাই নিরুপায় হিংস্র প্রাণী গুলো ছিড়ে খাচ্ছে শান্ত হরিণের দল কে।
আমি সাধারন একজন ছন্দ লেখক
এই ছিড়ে খাওয়ার দৃশ্য চেয়ে দেখি অপলক দৃষ্টিতে বেয়ারার মত
কিন্তু আমিতো সেই ডিস্কোভারিতে দেখেছি
একটা হিংস্র শিংহ বা বাঘ অথবা হায়না
মহিশ বা গরুর পালের দিকে আক্রমণ করে ধরে খায়
তবে যেদিন সেই অসহায় দূর্বল জাতি দলবদ্ধ হয়ে রুখে দাঁড়ায়
সেদিন প্রাণ নিয়ে পালায় সেই হায়নার দল।
তবে কেন তারা সব সময় রুখে দাড়ায় না
কেন নিজেকে সোঁপে দিয়ে চিৎকার করে বলে
আমাকে খাও আমাকে খাও যেমন তোমার ইচ্ছা,
আমরা যে তোমাদেরই ভোগ্য।
আমি তোমাদের বলি আর শান্ত কচ্ছপের মত ঘুমায়ে থেকো না
জেগে উঠো, এখনো দিন শেষ হয়নি, এখনো রাত পোহায় নাই।
এখনও আছে অনেক সময় তোমাদের বেঁচে থাকার।
এভাবে চুপচাপ থাকলে তোমাদের সুযোগ দেবে না বাচ্চা ফুটার।
তোমরা নিজের অধিকার ছিনিয়ে নাও,
বেঁচে থাকার চেষ্টা কর যেমন তিনি বলেছেন।
আমার দেশে সব আছে তুমি তোমারটা বুঝে নাও।