শাহনাজ পারুল
যার বুকে মাথা রেখে চন্দ্রিমা হারা
রাত জেগে ছিলাম
পাষাণ পৃথিবী যৌবনের সেই
জ্যোৎস্নার অমরত্ব স্বাদটুকু
কেড়ে নিয়ে গেল ।
এখন মনের বিশাল আকাশটা
পলাতক পাখির মতো
চূপটি করে আছে
নীলিমার বিশালত্বকে
আর খুঁজে না।
চঞ্চল বন বাদাড়ে ঘুরে বেড়ানো
মনটা গুটিয়ে মুখ থুবরে পরে
আছে ঘরের কোণে।
পৃথিবীর প্রথম মানুষের
আগমনের মত নিঃশব্দে।
স্বপ্নগুলো এলোমেলো হয়ে মনের
অতলান্তে লুকিয়ে আছে।
এখন ভালোবাসার বেদীতে
নেই কোন ফুল
মনের কোণে বসন্তের ছিটেফোঁটাও নেই
হারানো সুখের কষ্টগুলো বুকে
আষ্টেপিষ্টে জড়িয়ে আছে।
ভীতু ভীতু মন নিয়ে সামনে এগিয়ে
আর কি হবে এই অবেলায়
মাত্রতো কয়টা দিনের জীবন
থাক পড়ে থাক।
পাষাণ পৃথিবীর কাছে আমার
ভাষাহীন অভিমান।
কাউকে না বলে একদিন ঠিকই
আড়াল হয়ে যাবো কেউ খুঁজে পাবে না।