চন্দ্র বিলাস
তানজিলা রহমান
ডুবে গেল সূর্য,আকাশে দেখা মিলল পূর্ণিমার চাঁদ
দিনের সমাপ্তি টেনে হাজির হলো রাত।
চারিদিকে শুধু নিস্তব্ধ নিরবতা
বিরাজ করছে স্থির- স্থবির অবস্থা।
পূর্ণ চন্দ্রের আলোয় বেড়ে উঠেছে হৃদয়ের স্পন্দন
অপলক দর্শনে হারিয়ে যাচ্ছে যেন আত্মনিয়ন্ত্রণ।
নিষ্কলঙ্ক চাঁদের নিহিত রুপালি আলোর পবিত্রতা
ধরার বুকে ছড়াচ্ছে যেন তার সৌন্দর্যের কোমলতা।