জীবন রহস্য
– মাহাতাব হাসান এমরে
সবার মাঝে গল্প থাকে
ভাঙা কূলের মত,
নুয়ে নুয়ে জীবন খেলায়
মরছে পথিক যত।
জীবন নেশার প্রদীপ তলে
খোদার ইচ্ছা জ্বলে?
সবি মানুষ সমান হউক
ভুবন-ধরার কোলে !
খোদায় যেজন দিচ্ছে সেবা
তিনি তাঁরি বুকে,
এমন মানুষ হতো যদি
সবার মাঝে ঢুকে।
বিপদ ঢালে ফেলায় দিয়া
খোদায় গেছে ভুলে?
দেহ খাঁচায় বাস করে কী
কেমনে আল্লা দূরে?
নিঃশ্বাস নাহি থাকলে পরে
স্বপন বুনা হত?
কেমনে করে ভুলে আছো
তুমি খোদার দূত্?
এই কবিতাটি বাংলাদেশ ভূমি ডটকম এর মূল পেজে পায় নাই।
দয়া করে কারণ কী জানাবেন?
ধন্যবাদ