মানবতা নির্বাসনে
এম এস ফরিদ
অধুনাকালে খুঁজে বেড়াই কোনো সুখকর খবর
একটা ধবধবে সাদা কাগজে লেখা শান্তির প্রবন্ধ।
যেখানে হাজারো শব্দের গাঁথুনি আর সুখের জীবন
বর্ণনা করতে করতে শেষ অবধি একটা চমৎকার সম্পাদকীয়।
কিন্তু না। আমি তা দেখিনি খবরের পাতায়। দেখেছি
খুন আর ধর্ষণের বাদী বিবাদীর গল্প।
কেউ গুম আবার কারো নাকি মিথ্যে মামলার ঘানি টানা।
অথবা বৈদেশিক যুদ্ধের পাতা।
আধুনিক ক্ষেপণাস্ত্রের আঘাতে সভ্যতার ধ্বংস স্তুপ
আর সিরিয়ালে লাশের ছবি।
ধর্ম- বিধর্মী রোষানলের মহাকাব্য রচিত হয় প্রতিদিন।
ইরাক, প্যালেস্টাইন আর ইয়ামেন
কিংবা সিরিয়া, লিবিয়ার সমাচারে
রক্ত পিপাসায় কাতরায় হিংস্র মানব।
পৃষ্ঠা ওল্টাতে গিয়ে চোখে পড়ে আরো একটি মৃত্যু।
লাশ পাওয়া গেছে পুকুরে ডোবায়।
থরথর করে হাত থেকে পড়ে যায় কাগজ।
মগজে খুব পীড়া অনুভব হয়।
ভাঁজ করে রেখে দিতে ইচ্ছে হয় খুব।
বড্ড ভয় হয় ভবিষ্যৎ ভেবে।
আজ চারদিকে মানুষ আর মানুষ।
শুধু মানবতাই চলে গেছে চির নির্বাসনে।