চিরচেনা
নাহিদ চৌধুরী
সৌন্দর্য খোলা রাখার মাঝে নেই কোন শ্রেষ্ঠত্ব
বরং সৌন্দর্য ঢেকে রাখায় সব চেয়ে বড় মহত্ব।
যেমন করে মিস্টি সন্দেস রাখলে খোলা
খাই মশা মাছি দল বেঁধে গীট।
তেমনি তোমার,
খোলা রুপ দেখবে মানুষরুপি কিছু নর্দমার কীট
সব শেষে সুযোগ বুঝে করবে তোমার সাথে চিট।
তাই আগে করো বিবেচনা হবার আগে প্রতারণা
প্রতারিত হওয়ার পর
দেখবে মানুষগুলো সবই তোমার চিরচেনা।