নকলায় শীতবস্ত্র বিতরণ করলেন মতিয়া চৌধুরী
মো. ফিরোজ উদ্দিন: বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কৃষি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, নকলা নালিতাবাড়ীর অভিভাবক, অগ্নিকন্যা মতিয়া চৌধুরী এম পি তার নির্বাচনী এলাকায় ( নকলা,নালিতাবাড়ী) শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। ৫ জানুয়ারী রোজ বুধবার সকাল থেকেই নকলা ও নালিতাবাড়ীর সকল ইউনিয়নের প্রত্যেকটি মসজিদের ঈমাম মোয়াজ্জিন ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
এসময় ৬ নং পাঠাকাটা ইউনিয়নের, পাঠাকাটা উচ্চ বিদ্যালয় মাঠে শীতবস্ত্র বিতরণ শুরুর পূর্ব মূহুর্তে অত্র ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মেম্বারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন, নকলা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আম্বিয়া খাতুন,সংগ্রামী সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. শফিকুল ইসলাম জিন্নাহ।
উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মোঃ বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান,পৌর মেয়র হাফিজুর রহমান লিটন। আরও উপস্থিত ছিলেন, অত্র ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস ছালাম সরকার, আওয়ামী যুবলীগের সভাপতি আবু শামীম মমতাজসহ আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকগণ।