যুদ্ধে সেদিন গিয়েছিলাম
বিজয় নিশান আনতে
দেশটা ছিলো মায়ের মতো
বিজু তুমি জানতে।
কথা দিয়ে ছিলাম তোমায়
আসি যদি ফিরে
সাজাবো এই জীবন আমার
তোমার হৃদয় ঘিরে।
লাল সবুজের পতাকা পেলাম
মুক্তিযুদ্ধে গিয়ে
এসে দেখি অন্যজনকে
করছো বিজু বিয়ে।
লৌহ শিকল ভেঙে তালা
দেশ করিলাম স্বাধীন
বিজুর আশায় ফিরে বাড়ি
মুখটা হলো মলিন।
এমন করুন দৃশ্য আমি
পারিনা আর মানতে
বুক ফেটে যায় তোমার দুঃখে
পারিনা যে কানতে।
তোমার শোকে আহাজারি
করিনা তাই বিয়ে
ভালোবাসার ইতিহাসে
থাকবে আমার হিয়ে।
দেখবে সকল বিশ্ববাসী
জানবে প্রেমিক লোকে
সত্যিকারের ভালোবাসা
খায়না কভু পোকে।
তোমার মতো নিদয়া যে
না হয় কোন নারী,
বিশ্ব প্রেমর মুকুট হলাম
আমি ও হাজারি।
বেঈমানী করিলা বিজু
রাজাকারের মতো
প্রেমর জন্য কারো জীবন
না হয় যেনো ক্ষতো।
আসতে হবে কবর ঘরে
একদিন তোমার একা
তোমার সাথে সেদিন আমার
হয় গো যেনো দেখা।
কিংবদন্তি জয়নাল হাজারী স্যার কে
আল্লাহ বেহেশতের উচ্চ মাকাম দান করুক।