জাফরানি রং বিকেলটুকু তোর
– শাহীন রায়হান
…
নিকেল করা বিকেল এলো মেঘের ডানায়
রিনিকঝিনিক নাচলো ছোট ফড়িংছানায়
গাইলো বাতাস মনছুঁয়ে
বউ কথা কও বন ছুঁয়ে
ব্যাঙ বাজালো একতারা সুর
বৃষ্টি এলো টাপুরটুপুর
ছন ছুঁয়ে।
ইন্দ্রধনুর রং মাখা লাল ঘুড়িটা
উড়ছে খুকুর মন খোলা নীল আকাশে
দুলছে ডানে দুলছে বামে
লিখছে চিঠি নতুন খামে
খুশির বাড়ি পুষির বাড়ি
আড্ডাতে
যখন হাওয়া চলতে থাকে
প্রজাপতি টলতে থাকে
টিমটিমিয়ে জ্বলতে থাকে
আলোর গাড়ি ভালোর গাড়ি
বাড্ডাতে
ছোট্ট খুকুর ভাবনাগুলো
খুলতে থাকে দোর
সবুজ বনের হরিৎ টিয়ে
লজ্জাতে লাল ঘোমটা দিয়ে
শুধু লাগায় ঘোর
মেঘের পালক গলতে থাকে
খুকুর কানে বলতে থাকে
জাফরানি রং বিকেলটুকু তোর।
খুবই দারুন হয়েছে কবিতাটা