কুহেলিকা
– মাহাতাব হাসান এমরে
হিমেল বুড়ি হামাগুড়ি
শীতের পরশ ছড়ায়,
সূর্য্যি মামা গগন কোণে
কুয়াশায় সে লুকায়।
কুহেলিকার চাদর জালে
যায় না দূরে দৃষ্টি,
গাছি ভায়া আনছে পেড়ে
হাঁড়ি ভরা মিষ্টি।
ঘুম কাতুরে আলসে সবি
লেপের তলে ঘুমায়,
খোকা-খুকি উঠলে পরে
প্রভাত বেলা ফুরায়।
কুহেলিকার ফাঁকা জালে
দুপুর বেলার সময়,
সূর্য্যি মামা উঠছে ভেসে
চাঁদা ভাইয়া ঘুময়।
আড়পাড়া, শালিখা, মাগুরা।
০৭-১২-২০২১