বন্ধু পরম
জুবায়ের বিন ইয়াছিন
এই পৃথিবীর সকল দরদ ঢেলে
যান কে তিনি প্রেমের চেরাগ জ্বেলে
কী পরাজয় স্বপ্ন-কথা আশায়
কান্না-হাসি গল্প ভালোবাসায়
থাকেন সে কে হয়ে খুশির আভা ?
সে প্রিয়তম,বন্ধু পরম বাবা…।
এমন মায়ায় জড়িয়ে রাখেন বুকে
সামনে হাজার কষ্ট এলেও কভু
থাকে শিশু পরম মহাসুখে…
চরম ত্যাগের বিনিময়েও সে যে
কারো কাছে খোঁজেন না মারহাবা—
সে প্রিয়তম,বন্ধু পরম বাবা…।
তার দু’হাতের উষ্ণ আদর পেলে
মনের ঘরে সুখের রেখা ফোটে
তার হৃদয়ের কোমল পরশ নিয়ে
সকল কুড়ি গোলাপ হয়ে ওঠে
এমন ছায়ায় আগলে রাখেন তিনি
পারবেনা যা হাজার গাছও মিলে
তেমন ছায়া দিতে কোনোদিনই…
নিজে অথই দুখের মাঝে থেকেও
যান নিভিয়ে শিশুর দুখের লাভা—
সে প্রিয়তম,বন্ধু পরম বাবা…।