অবশেষে জামানত বাজেয়াপ্ত হলো এক আওয়ামীলীগ প্রার্থীর। ঘটনাটি ঘটেছে রাজবাড়ীর কালুখালী উপজেলায়।
জানা গেছে, গত আটাশে নভেম্বর অনুষ্ঠিত হয়েছে তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন। আর এতে রাজবাড়ী জেলার কালুখালীর মদাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ক্ষমতাশীন দল আওযামীলীগ কর্তৃক মনোনীত প্রার্থী হিসেবে নৌকা মার্কায় নির্বাচন করেন মদাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এ.বি এম রোকুজ্জামান। তিনি উক্ত ইউনিয়নের ৯টি কেন্দ্র মিলে ভোট পেয়েছেন মাত্র ২৭৫! বেশ কয়েকটি কেন্দ্রে তিনি কোন ভোটই পাননি। দিকে স্বতন্ত্র এক প্রার্থী বিপুল ভোটে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। এ নিয়ে বিস্তর গবেষনা চলছে তার নিজ ভোট কেন্দ্র নিয়েও। স্থানীয়রা বলছেন, মানুষ নিবিঘ্নে তাদের ভোট প্রদানের সুযোগ পেলে অবশ্যই যোগ্য প্রার্থীকেই বেছে নেয়। মার্কা সেখানে গুরুত্বহীন হয়ে পড়ে।