সব ভালো আমার আপন
এনাম রাজু
ভালো নেই গাছের পাতা হলুদের বুক
ভালো নেই আলোর মা প্রজাপতি চোখ
ভালো নেই জোছনার ঢেউ আঁধারের গা
আমি ভালো আছি অসময়ের ধাধা ভুলে
পারলে একবার দেখে যা, তুই দেখে যা।
কবি এনাম রাজু
ভালো নেই মাছ, দেহে মানচিত্র রেখে
ভালো নেই হরিণশাবক মাংসের ঘ্রাণে
ভালো নেই পরের ঘরের ঘ্রাণ নেওয়া মৌ
ভালো নেই সদ্য ফোটা ফুলের মন
তবুও ভালো আছি ভালো থাকা খুব প্রয়োজন
ভালো নেই স্বভাবে অভাবি ঘসেটি, মীরন
ভালো নেই চুমুর কাপন তোলা নিষিদ্ধ ঠোঁট
ভালো নেই আপনালয়ে জামাতা সাজা সুজন
ভালো নেই এনালগ প্রেম ডিজিটাল স্বপন
আমি ভালো আছি সব ভালো আমার আপন।