চলে যাবো
পান্না বদরুল
একদিন দূরে চলে যাবো বহুদূরে- দূর কোনো এক দেশে,
এই পরিচিত কুয়াশা ছেড়ে অন্য কোনো ঘন কুয়াশার বনে,
হলুদ সর্ষে ক্ষেত পিছনে ফেলে অচেনা কোনো এক কৃত্রিম দেশে।
একদিন দূরে চলে যাবো
কার্তিকের ভোর,নবান্ন,মাঠ, কৃষাণ-কৃষাণী,লাঙ্গল,হালের গরু সব ছেড়ে ঠিক চলে যাবো,
আর দেখা হবে না গড়াইয়ের পাল তোলা নৌকা,
বালিহাঁস,পলিচর,ধৈঞ্চার বন,বালুমহাল, বক,ফিঙে,ঘুঘু,পানকৌড়ি, পাতিহাসের দল,
দেখা হবে না সোনা মুখি শালিকের কলকল।
একদিন বহু দূরে চলে যাবো,
চোখের অন্তরালে র’য়ে যাবে হাওরের জল,
শ্যামল বনানী,বৃক্ষাদি,ঔষধি ফল-ফুলদল।
থৈ থৈ অবাক রূপালী জোৎস্নার পোয়াতি মাঠ ছেড়ে,
নিঝুম রাতের জোনাকি ফেলে,
টুপটুপ শিশিরের শব্দ মাড়িয়ে
একদিন চলেই যাবো দূর বহুদূর।
ভালোবাসার অবহেলা ফেলে, মরীচিকার হাতছানি কাটিয়ে
আগুনাভা গোধূলি মেখে,
এক নির্জীব বিকেলে সন্তর্পনে চলে যাবো দূর কোনো এক দেশে,
চলে যাবো সব ফেলে শুধু তোমার স্মৃতি নিয়ে ভিখারির বেশে।