তোমাদের আশ্বাসের বিষ হতে দূরে
আতিফ আবু বকর
তোমাদের আশ্বাসের বিষ হতে দূরে
মুখাপেক্ষীহীন কোন রুটিরুজির খোঁজ
মালিক আমাকে দান করুন আবার।
যেন ভালোথাকা যায় বলা যায় তবে
একেবারে ফেলনা নয় আছিতো সমাজে
যেন প্রেমিক হয়েছি স্বাবলম্বীর দলে।
আর যত প্রয়োজন মিটিয়ে ফেলার
সামর্থ্য আমাকে ছুঁতে পারুক সকালে
দুপুর কিংবা রাতের আখেরি কান্নায়।
অধিকার অচেতন এ ইনসাফের কাছে
জাত পাতার বন্ধক দেবো না তবুও
বলে যাবো লড়ে যাবো দ্রোহের বারুদ।
আমার বিপ্লব থেমে গেলে কবিতার
কী হবে এমন নয় বরং কবিতা
প্রবাহিত প্রেমিকার মত সমুজ্জ্বল।
আরশের অধিপতি আমাকে চেনেন
আমার চেনাজানার থেকে বহুগুণ
তার রহমের ব্যাপ্তি কুন ফায়াকুন।