বহুগুণে গুণাম্বিত মানুষটি নিরেট একজন সাদা মনের মানুষ । তিনি একজন হোমিও প্যাথি চিকিৎসক হিসেবে খোকসার হতদরিদ্র মানুষের মাঝে কয়েকযুগ ধরে চিকিৎসা সেবা প্রদান করে চলেছেন।তিনি একজন সফল চিকিৎসক। ইসলাম প্রচারেও রেখেছেন ব্যাপক ও বর্ণাঢ্য ভূমিকা। খোকসা থানা মসজিদে বিনা পারিশ্রমীকে ইমামতি করেছেন দীর্ঘদিন ধরে। খোকসা মোহাম্মাদীয়া হাফিজিয়া কওমী মাদরাসার প্রতিষ্ঠাতা সেক্রেটারী হিসেবেও কয়েকযুগ ধরে দায়িত্ব পালন করে আসছেন। প্রচলিত রাহা খরচ না নিয়েও বিভিন্ন মাহফিলে মানুষদেরকে কোরআন ও হাদীসের আলোকে উপদেশ দিয়েছেন। কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না থাকলেও এই অঞ্চলের সব মানুষের মনের মনি কোঠায় ঠাঁই করে নিতে সক্ষম হয়েছেন তিনি। তিনি আসলে আর কেউ নন। তিনি হলেন আমাদের খোকসা কলেজের অধ্যাপক ডা. সিদ্দিকুর রহমান স্যার। স্যারের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করি।