অবশেষে পুলিশের হাতে বন্দি হলো কুষ্টিয়ার খোকসার কুখ্যাত সন্ত্রাসী সামিরুল ও তার সহযোগী রাজিব।
খোকসা থানা পুলিশের একটি চৌকশ টিম অভিযান চালিয়ে সুটারগান ও মাদকদ্রব্যসহ তাদেরকে কব্জা করে।পুলিশের একটি সূত্র সাংবাদিকদের জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ৮টার দিকে থানা পুলিশের একটি দল ওসমানপুর ইউনিয়নের হিজলাবট গ্রামে অভিযান চালিয়ে ঘুমন্ত গ্রামবাসীর উপর হামলার মামলার প্রধান আসামী সন্ত্রাসী সামিরুল ও তার সহযোগী রাজিবকে আটক করে। আটক সন্ত্রাসীর কাছ থেকে একটি দেশী তৈরী ওয়ান সুটার গান, ৯৮ পিস ইয়াবা, দু’টি রামদা, একটি শিশার তৈরী বন্দুকের গুলি উদ্ধার করা হয়।
আটক চরমপন্থী সামিরুল ওসমানপুর গ্রামের কাঠো মন্ডলের ছেলে এবং আটক রাজিব তার দেহরক্ষী। সে একই গ্রামের আজিল শেখের ছেলে।
গ্রামবাসী সূত্রে জানা গেছে, চরমপন্থী সামিরুলের নেতৃত্বে সম্প্রতি ওসমানপুর ইউনিয়নের ওসমানপুর গ্রামের কাজীপাড়া, কলপাড়া ও ক্যানেল পাড়ার ঘুমন্ত মানুষের উপর কয়েক দফায় হামলা চালিয়ে তান্ডব ও লুটতরাজ চালিয়েছে । এসব হামলায় প্রায় অর্ধশোধীক পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান সন্ত্রাসী সামিরুল আটকের বিষয় নিশ্চিত করে জানান, সামিরুলের বিরুদ্ধে ১০টিরও বেশী মামলা রয়েছে। তার বিরুদ্ধে চলতি মাসে তিনটি মামলা রেকর্ড হয়েছে। আটক সামিরুলের কাছ থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। এখন আবার তার বিরুদ্ধে অস্ত্র মাদক আইনে মামলা হবে।