প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার (১৩ মে) সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিনি এই ভাষণ দেবেন।
বুধবার (১২ মে) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্র জানায়, ভাষণটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে একযোগে প্রচার করা হবে।
বিভিন্ন বেসরকারি টেলিভিশনেও ভাষণটি সরাসরি সম্প্রচার করা হবে।
সন্ধ্যায় দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শুক্রবার (১৪ মে) মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।