সারাদেশে নাশকতার বিরুদ্ধে কুষ্টিয়ায় শান্তি-সম্প্রীতি মিছিল ও সমাবেশ
স্টাফ রিপোর্টার : উগ্র সাম্প্রদায়িক অপশক্তি ও ধর্মান্ধ গোষ্ঠী কর্তৃক সারাদেশে চলমান সন্ত্রাস, অগ্নিসংযোগ, ভাংচুর, লুটপাট ও নাশকতার বিরুদ্ধে শান্তি-সম্প্রীতি মিছিল ও সমাবেশ করেছে জাতীয় শ্রমিক লীগ কুষ্টিয়া জেলা শাখা।
আজ সকালে বঙ্গবন্ধু সুপার মার্কেটের সামনে থেকে জেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক আমজাদ আলী খানের নেতৃত্বে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।
এসময় জেলা শ্রমিকলীগের সিনিয়ার সহ-সভাপতি তমিজ উদ্দিন ইউসুফ আলীর সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক আমজাদ আলী খান, যুগ্ম-সাধারণ সম্পাদক মতিউর রহমানসহ অন্যান্যনেতৃবৃন্দ।