ঝরা স্মৃতি
———————–
বিদায় দিলাম তোমাকে
তোমার সমস্ত দেনা-পাওনা থেকে,
দায়-মুক্তি দিলাম
ভালোবাসার পরশ পাথরের পিঞ্জর ভেঙে।
দিলাম বিদায় আগমনী শীতের পূর্বেই,
ক্ষণস্থায়ী দুর্বা ঘাসের শিশির কণার ব্যথা আমারই না হয় থাক!
সূর্য্যের আলোয় ভরে উঠুক ফসলে ফসলে তোমার যাপিত উঠোন,
থাক না হয় সব শীতের কনকনে শুষ্ক হাওয়া আমারই,
কার্তিকের কুয়াশায় আমার চোখ না হয় ভিজেই যাক,
অশ্রু গুলো সংগোপনেই থাক তাতে ক্ষতি কি!
বিদায় দিলাম হে দুর্গেশনন্দিনী শীতের রুক্ষতাকে ভালোবেসে;
অগ্রহায়নের সোনালী রৌদ্র ভুলিয়ে দিক ফেলে আসা কপর্দ জীবনের খুনসুটি।
তোমাকে বসন্ত দিলাম হে প্রিয়তমেষু,
কোকিলের কুহুকুহু কলতানে মুখরিত হোক তোমার জীবন নদীর দু-কূল,
শিউলি ফুলের বৃন্তের মোহনীয়তায় গোলাপি হোক তোমার মধু কুঞ্জবন।
ফুলো ডোরে বাধা হোক তোমার স্বপ্ন সিঁড়ি গুলো,
বিদায় লগ্নে মিনতি করজোড়ে
হে বিনাশী,
শুধু আমার ঝরে পরা স্মৃতি গুলো ভুলো।
—————————————————
২২অক্টোবর’২০২১,উত্তর ইব্রাহিমপুর,কাফরুল,ঢাকা।