মোঃ নজরুল ইসলাম
চারিদিকে হৈ চৈ হানাহানি,
ধর্মে ও মানুষে টানাটানি।
মানুষ মেরে বলে কাফের মারি,
ধর্মের নামে যত বাড়াবাড়ি।
সৌহার্দ্য, সদ্ভাব, সহ অবস্থান,
ধর্মের মন্ত্র মানুষের কল্যাণ।
লাকুম দীনুকুম ওয়াল ইয়াদীন,
সত্য ও সুন্দর মানুষের দ্বীন।
ধর, মার ,কাট বিধর্মীরে,
হান আঘাত দেহ ও শিরে,
ঘর ও বাড়ীতে লাগাও আগূন,
ধর্মের নামে মানুষ খুন।
বেদ, বাইবেল,ত্রিপিটক, কোরআন,
কোন গ্রন্থেই নেই এই আহ্বান।
সকল গ্রন্থ মানুষের কল্যাণে,
মানুষের সেবা, মানুষের প্রেম,
সুখ স্বর্গ আনে।