আপাতত সয়ে যান
আতিফ আবু বকর
.
ক্ষোভের দহন বুকে রাখেন মুখ ও হাতে না এনে
প্রতিবাদহীন চুপটি থাকেন পরিস্থিতি না জেনে।
জাগরণে লাভ হবে না লিডারশীপের আকালে
শুধুই কেবল মরবে মানুষ প্রতিরোধে তাকালে।
আপতত আপত্তিকর অনেক কিছু সয়ে যান
পরিস্থিতির ঝলক বুঝে অপেক্ষাতে রয়ে যান।
নেতা হবার যোগ্য যারা তারা এখন বিভক্ত
ডাণ্ডাবেড়ির ভয়ের চোটে হইছে চাটা ঘি-ভক্ত।
ভালবাসার তৌহিদবাদী আপাতত সবর নিন
কলিজাকে শক্ত করে দিন বদলের খবর নিন।