——–সাদিয়া ফেরদৌস শশী
সে আমাকে ভালোবাসে জন্যই, সে আমাকে আর ভালোবাসে না।কোনো কারন না দিয়ে চলে যাওয়া মানুষটা আমাকে অকারণেই ভালোবাসতো।ভালোবাসার জন্য যদি কোনো নির্দিষ্ট কারণ এর প্রয়োজন না পড়ে তবে ছেড়ে যাওয়ার জন্য কেনোই বা কারন থাকবে? মানুষটা একটু একটু করে আমাকে শিখিয়েছিলো বাস্তবতা। কিভাবে একা টিকে থাকে মানুষ তার থেকেই শেখা।তার থেকেই শিখেছিলাম সময় যত মন্দই আসুক, হাসি দিয়ে পৃথিবী জয় করা যায়।মানুষটা আমাকে একটু একটু করে শিখিয়েছিল মনের মত বাঁচতে, শিখিয়েছিলো মনের কথা শুনতে।সে কখনো আমার প্রয়োজনে আগাইনি,কিন্তু তার মত করে আমাকে কেউ অনুপ্রেরণাও দেইনি।সাথে না থেকেও পাশে ছিলো। একটু একটু করে বুঝিয়েছিলো জীবনটা আমার,আমাকেই সব সিদ্ধান্ত নিতে হবে।তার চোখে একসাগর সম্মান আর আকাশ সমান বিশ্বাস দেখেছিলাম আমার জন্য। সে আমার আমিটাকে চিনে ফেলেছিলো।সে জানতো আমার মন পড়তে।সে জানতো আমার মন ভালো করার সূত্র। সে কখনো দেখায়নি আমাকে অলিক স্বপ্ন, কখনো বলেনি তুমি ছাড়া এজীবন মূল্যহীন।বরং সে আমাকে শিখিয়ে গেছে আমার আমিটা কত মূল্যবান।শিখিয়েছিলো নিজেকে ভালোবাসতে,সম্মান করতে,জীবনকে ইচ্ছে রং-এ সাজাতে।সে আমাকে দিয়ে গেছে আকাশ সমান মন,প্রাণখোলা হাসি আর ভালোবাসার সব রীতি। সে আমাকে সাঁতার শিখিয়েই, ছুড়ে ফেলেছিলো মাঝ সমুদ্রে।যেনো এ বিপদ কাটিয়ে আমি কঠিন হয়ে উঠি।কোনো আবেগের জালে আর ধরা না পড়ি।এখন আমি ইচ্ছে মত বাঁচি, প্রাণখুলে হাসি।তুমি তো জানিয়ে গেলে জীবন কত রুপী।
০৩/১০/২০২১