খোকসার সাতপাখিয়া গ্রামে প্রভাবশালীদের হামলায় আহত চার
নিজস্ব প্রতিবেদক # কুষ্টিয়ার খোকসা উপজেলার সাতপাখিয়া গ্রামে জোড়পূর্বক মাছ ছাড়াকে কেন্দ্র করে প্রভাবশালীদের হামলায় মোঃ শুকুর প্রামানিক, আব্দুর রাজ্জাক,লিয়াকত শেখ ও সুমন শেখ নামের চারজন গুরুতর আহত হয়েছে। এ হামলায় নেতৃত্ব দিয়েছে একই গ্রামের প্রভাবশালী শামসুদ্দিন শেখ ওরফে সামু শেখের ছেলে সিদ্দিক শেখ। এব্যাপারে প্রত্যক্ষদর্শীরা জানায়, 28 সেপ্টেম্বর সকালে আব্দুল আজীজ শেখ এর দখলীয় এবং মালিকানা সম্পত্তির জলাশয়ে এলাকার চিহ্নিত প্রভাবশালীরা জোরপূর্বক মাছ ছাড়তে গেলে তারা বাধা দেয়।
বাধা পেয়ে পিছু হটলেও আবার ফিরে এসে শামসুদ্দিন শেখ ওরফে সামু সেখ এর নেতৃত্বে দেশীয় অস্ত্র , লাঠি-সোটা নিয়ে ইখতিয়ার শেখ,শফি শেখ,সিদ্দিক শেখ, আবুবক্কর, মোঃ জিয়াদসহ আরো চার/পাঁজন মিলে দলবেঁধে এই হামলা চালায়। এ হামলায় তারা সবজির জাংলা ও বসতবাড়ী ভাঙচুর করে এবং মোঃ শুকুর প্রামানিক, আব্দুর রাজ্জাক,লিয়াকত শেখ ও সুমন শেখকে বেধরক মারপিট করে গুরুতর আহত করে।
আহতরা খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে ওই জমির মালিক আব্দুল আজিজ শেখ বাদী হয়ে খোকসা থানায় একটি মামলা দায়ের করেছে।