ভাঙন
মোঃ জিল্লুর রহমান লালন
স্রোতের তোড়ে ভাঙছে গ্রাম
ভাঙছে নদীর পাড়
বসত বাড়ি ভাঙলে যেন
ভাঙে বুকের হাড়।
অবজ্ঞা আর অবহেলায়
ভাঙে পরিবার
কেউই যেন কম বোঝে না
কেউ মানে না হার।
অবিশ্বাসের কষ্ট জমে
ভেঙে যায় মন
মন ভাঙনের দুঃখ সয়ে
কাটে সারাক্ষণ।
পরকীয়ার ফাঁদে পরে
ভাঙে আপন ঘর
সুখের ঘরে আগুন জ্বলে
আপন হয় তার পর।
বড় নেতা হওয়ার আশায়
ভাঙন লাগায় দলে
নেতা তাকে হতেই হবে
যেকোন কৌশলে।
ঘুম ভাঙার সাথে সাথেই
স্বপ্ন ভেঙে শেষ
স্বপ্ন ভঙ্গের কষ্ট কি আর
হয় কখনো শেষ?
ঈমানদারের ঈমান ভাঙে
বেঈমানদের ফাঁদে
ঈমান ভাঙা মানুষগুলো
জনম ভরে কাঁদে।
এত কিছুর ভাঙন দেখে
ভয় পেয়ে যাই আমি
শেষ ভাঙন যে ভাঙবে কবে
জানে অন্তর্যামী।
★★★★
রক্তচোষা
মোঃ জিল্লুর রহমান লালন
নগেন বাবুর পদবীটা
অফিস সহকারী
চাল – চলনে ভাব যেন তার
মস্ত অফিসারি।
পদটা তাহার ছোট হলেও
ব্যস্ততা খুব বেশি
মাসিক বেতন কম হলেও
উপরি পেয়েই খুুশি।
চার পাঁচটা বাগান বাড়ি
বালিশ ভরা টাকা
সাধারণের রক্ত চুষে
নরক করছে পাকা।
অবসরে যাচ্ছে যে জন
ছাড়ে না সে তাকেও
টাকা ছাড়া কাজ হবে না
বলে কাজের ফাঁকে।
ফাইল আটকে টাকা নেওয়াই
নগেন বাবুর কাজ
লোকের কাছে চাইতে টাকা
পায়না শরম – লাজ।
এমনিভাবে আর কতকাল
রক্ত চুষে খাবে?
ধরা ছোঁয়ার বাইরে থেকে
তারা বাবু-ই থেকে যাবে?
★★★★
বিশ্ব নবী
মোঃ জিল্লুর রহমান লালন
মক্কার কুরাইশের বাগানে
ফুটল যে ফুল
সে ফুলের সুবাসে
বিমোহিত বিশ্বময়
চিরকাল রবে গন্ধ সে ফুলের
হবে না কখনোই লয়।
যে সূর্য উঠল মানবের আকাশে
সত্যের আলোয়
আলোকিত হলো জগতময়
চিরকাল রবে সত্যের সে কিরণ
রবে নিশ্চয়।
পরশ পাথরের ছোঁয়াতে
লোহা হয় খাঁটি সোনা
তব নামের বরকতে মুঁছে যায়
পাপ – তাপ সব গোনা।
নবীদের মধ্যে শ্রেষ্ঠ তুমি
তুমি খাতামান নাবীঈন
সিরাজুম মুনিরা তুমি
রাহমাতুল্লিল আল -আমিন।
আল্লাহর হাবিব তুমি
মোদের প্রিয় নবী
মোদের কল্বে আঁকা
তোমার নুরের ছবি।
ভোর হয়, সূর্য ওঠে
ফুল ফোটে বাগানে -বাগানে
তোমার মধুর নামটি শুনি
আযানে- আযানে।
এতিম হয়েও অন্য এতিমকে
নিয়েছিলে কোলে তুলে
চোখের পানি মুছিয়ে তাকে
আদর আর ভালবাসা দিলে।
ইসলাম নামক মহা তরীর
তুমি হলে একমাত্র কাণ্ডারী
সেই তরীতে উঠেই উম্মত তোমার
হবে ভবো নদী পাড়ি।
ওগো মোদের প্রিয় নবী
মোদের যদি না করো সাফায়াত
উম্মত তোমার পাপী – গোনাগার সব
পাইব নাতো নাযাত।
★★★★
তোমায় খুঁজি
মোঃ জিল্লুর রহমান লালন
তোমায় খুঁজি….
গল্প -গানে
আমার লেখা কবিতায়
তোমায় খুঁজি ….
চাওয়া – পাওয়ায়
আমার স্বপ্ন সাধনায়।
তোমায় খুঁজি….
শিশুর হাসি -কান্নাতে আর
মায়ের স্নেহ -মায়ায়,
তোমায় খুঁজি…
গ্রীষ্ম কালের তপ্ত রোদে
বট বৃক্ষের ছায়ায়।
তোমার খুুঁজি…
রাখাল ছেলের বাঁশিতে
তোমায় খুঁজি …
আমার প্রিয়ার দুষ্টুমি আর
রঙিন ঠোঁটের হাসিতে।
হে সুখ, তুমি অধরা তাই
পাইনি তোমায় খুঁজে
পাবোনা তোমায় এ জগতে
তা গিয়েছি আমি বুঝে।
★★★★
কবির অসহায়ত্ব
মোঃ জিল্লুর রহমান লালন
কি লিখব আমার
কবিতার পঙক্তিমালায়
আমি কবি, আমি অসহায়
আমার অসহায়ত্ব, আমাকে জ্বালায়।
নীতি -আদর্শের বক্তৃতায়
কেঁপে ওঠে মঞ্চ
ধ্বনিত -প্রতিধ্বনিত হয়
আকাশে- বাতাসে
বাস্তবতায় অনুপস্থিত সবই।
নতুন স্বপ্ন দেখানোর নামে
হাজারো স্বপ্ন ভেঙে করে চুরমার
অসহায় কবি আমি …
দেখেও দেখিনা সব
লেখি না, লেখতে পারি না
আমার কবিতায়।
মিথ্যার কিস্তি ছোটে
অনুকুল স্রোতে
দাঁড় টেনে বেয়ে যায়
সত্যের তরী
বিবেকের তাড়নায় আজ আমি
অসহায় কবি ।
দুর্নীতির বিষধর সাপে
গিলে খায় সব
চারিদিকে চাটুকার -মোসাহেব
করে কলোরব।
অসহায় কবি আমি…
চেয়ে চেয়ে দেখি
কবিতার পঙক্তিতে তার
কতোটা-ই লেখি।
★★★★
অসাধারণ লাগছে এগিয়ে যান