মাঝি
মারুফা আখতার
ঘাট নেই, নিঘাটা মাঝি বইছে সারাক্ষণ
রোদ বৃষ্টিতে পুড়ে দেহ আছে আধা মন।
সুখের ঘাঁটিতে দুপুরে মেঘের ছড়াছড়ি
ভেসে মাঝি ফিরে এলো পেলোনা পয়সা কড়ি।
দুঃখে টনটন কষ্টের ভার ডুবে গেল তরী যার,
আহার নেই ঘরে ক্ষুধা মন্দা টানাটানি সংসার।
আজও রাণী অপেক্ষায় মাঝি মাল্লার তীরে
কিছু স্বপ্ন নাড়া খাচ্ছে দিনরাত মনের দুয়ারে।
রাতের আঁধারে জাগিয়ে রাখে একটা আশা
ফিরে আসবে বলেই আজও মনে সেই ভরসা।