মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
বাৎসরিক আনন্দ ভ্রমণে কক্সবাজার গেলেন পাংশা প্রেসক্লাবের সদস্যরা মিঠাপুকুরে শাড়ী পেচিয়ে এক মহিলার আত্ম হত্যা পাংশায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত মৃত্যুর আগে ওয়াশরুম থেকে কবি হেলাল হাফিজের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেছিল পুলিশ অনন্তলোকের চিরন্তন সফরে কবি হেলাল হাফিজ পাংশায় পুলিশকে দেখে ফাঁকা গুলি ছুঁড়ে পালানো আসামী গ্রেফতার ক্ষমা চাইলেন মুফতি আমীর হামযা আশা জাগিয়ে রাখি পাংশায় আগুনে পুড়ে ছাই হলো ৪টি ঘর খোকসায় আ.লীগ নেতাদের ছাড়াতে বিএনপির হাইব্রীড নেতাদের তদবিরে জনমনে প্রশ্ন  খোকসায় আওয়ামীলীগ নেতা আটক, ছাড়িয়ে নিতে কৃষকদল নেতার তদবীর রাজবাড়ী জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত কবি রফিকুল্লাহ কালবী : সাক্ষাৎকার পাংশায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালী, কেক কাটা ও আলোচনা সভা কেন্দ্রীয় কর্ম পরিষদ বৈঠকে আমীরে জামায়াত
বিশেষ ঘোষনা
বাংলাদেশ ভূমি ডটকম এ আপনাকে স্বাগতম। আপনার মূল্যবান সাহিত্য-কর্ম প্রকাশের জন্য বাংলাদেশ ভূমি’তে পাঠিয়ে দিন। এছাড়াও আপনার চারপাশের যে কোন খবর লিখে পাঠাতে পারেন আমাদের কাছে। আমরা বস্তুনিষ্ঠতা যাচাই করে তা প্রকাশ করবো। যোগাযোগ: খন্দকার জাহাঙ্গীর হুসাইন, মোবাইল-  ০১৭৫০৪৯৫৮২০ , ই-মেইল: bangladeshbhumi@gmail.com, এছাড়াও ভিজিট করতে পারেন বাংলাদেশ ভূমি/ @Bangladeshbhumi / খন্দকার জাহাঙ্গীর হুসাইন ইউটিউব চ্যানেলগুলি। এখন থেকে নিয়মিত বন্ধ্যান্ত, যৌন, পাইলস, নাকের পলিপাসসহ যাবতীয় রোগের চিকিৎসা করছেন: খ্যাতিমান হোমিও চিকিৎসক ডা. মো. জাহাঙ্গীর হুসাইন (ডি.এইচ.এম.এস; এম.এ) । খন্দকার হোমিও হল, মুসলিমপাড়া, হেমায়েতপুর, সাভার, ঢাকা। রোগী দেখার সময়: বিকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত।

কবি বেণীমাধব সরকার ও তার কবিতা

বেণীমাধব সরকার / ৩২৩ জন পড়েছেন
আপডেটের সময় বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১, ১:৪৮ অপরাহ্ন

প্রজাপতি

— বেণীমাধব সরকার

জোড়া পাখায় উড়ে বেড়ায়
প্রজাপতির দল,
ফুল বাগানের ফুল খুকিরা
আনন্দে উ”ছল ।

মনভোলানো ফুলের শোভা
দেখতে চমৎকার ,
তাইতো বুঝি ফুলের সাথেই
হয় তুলনা তার।
মউ পিয়াসী প্রজাপতি
মৌ বিলাসী মন ,
মধুর লোভে ফুলের বনে
ঘুরে অনুক্ষণ।

 

ফুল খুকি

— বেণীমাধব সরকার

ফুলবাগানে ভোর বিহানে
ঘুঙুর পরা পায়
পরির দেশের ফুল পরিরা
নিত্য আসে যায়।

ফুল কলিরা ঘুমিয়ে থাকে
স্বপ্ন নিয়ে বুকে ,
নীল পরিরা আস্তে এসে
চুম্ দিয়ে যায় মুখে ।
নিদ্রা ভেঙে ফুল খুকিরা
চক্ষু মেলে চায়,
লাল পরিরা রঙিন জামা
পরায় তাদের গায়।

ভোরের শিশির ছড়িয়ে পড়ে
পাপড়িগুলোর পরে,
পাখিরা গায় আনন্দ গান
কতই আদর করে।
আধাঁর টুটে সূর্য ওঠে
বাতাস ভরে ঘ্রাণে
দীপ্ত হাসির তৃপ্তি জাগে
ফুলখুকিদের প্রাণে ।

 

 পরশপাথর

— বেণীমাধব সরকার

> সকাল-সন্ধ্যা যেই পথে নবী রোজ করে বিচরণ
> তারই পাশে এক কুটিল বুড়ির ছিল বটে আবাসন।
> সদাশয় সেই মহান নবীরে দিতে যন্ত্রণা জ্বালা
> সেই পথে বুড়ি নিত্য বিছায় কাঁটাময় ডালপালা।
> নবীজির পায়ে় সে কাঁটার ঘায়ে ক্ষত হয় প্রতিদিন
> তবুও নবীর অন্তরে নেই প্রতিহিংসার চিন।
>
> বুড়ি দূর থেকে তাই চেয়ে দেখে ভারি খুশি হয়ে হাসে
> হীন আচরণে ব্যথিত নবীর আঁখি ভরে জল আসে।
> একদিন নবী দেখতে পেলেন অক্ষত তার পা-টা
> আশেপাশে সেই বুড়িটিও নেই , নেই পথে কোনো কাঁটা।
> দয়ার সাগর রাসুলে করিম মন তাঁর ডেকে কয়
> কুটিল বুড়িটি হঠাৎ বিপদে পড়ে আছে নিশ্চয়।
>
> দুরুদুরু বুকে সেই বাড়ি মুখে এলেন মহান নবী
> দেখতে পেলেন বুড়ির ব্যাপারে ভাবনা সত্য সবই।
> জ্বরের বিকারে বকছে প্রলাপ চেতনার বাতি ক্ষীণ
> এ দৃশ্য দেখে রাসূলের বুকে বাজে বেদনার বীণ।
> শিয়রেতে বসে কোমল হস্ত বুলিয়ে মাথার পর
> এনে দেয় সব ওষুধ-পথ্য সেবা করে বিস্তর।
>
> নবীর সেবায় বুড়ি ভালো হয়ে অবাক চোখেতে চায়
> মানুষের বেশে ফেরেশতা বুঝি এলো তার আঙিনায়।
> বিস্মিত বুড়ি দুই হাত জুড়ি বলে রাসূলের ঠাঁই,
> তোমার মতন মহান হৃদয় এ জগতে কেউ নাই।
> তোমারে দিয়েছি কাঁটার আঘাত যন্ত্রণা অবিরত
> তুমি দিলে মোরে কোমল পরশ সুরভিত ফুল যত।
> হিংসা বিরাগ ভুলে গিয়ে বুড়ি নবীজির পায়ে পড়ে
> তাঁর আদর্শে দীক্ষিত হয়ে আল্লাহর নাম ধরে।
>
> নবী যে আমার পরশ পাথর নবী জান্নাতি ফুল
> তাঁর পরশেতে কুটিল সে বুড়ি সোনা হয় বিলকুল।
>
> ————————————————————————
>
   শান্তির দূত
 –-বেণীমাধব সরকার

> আরবের ঘরে ঘরে
> কলঙ্ক মাখা হিংসা-দ্বেষ দেদার উপচে পড়ে।
> মানুষে মানুষে চলে হানাহানি বিবাদ-বিসংবাদ
> মেঘের আড়ালে ঢাকা পড়ে বুঝি রুপালি বরণ চাঁদ।
> আন্ধার নিশি চারদিকে আসি ঘিরে ধরে বিলকুল
> কারো প্রতি কারো মায়া মমতার লেশ নেই এক চুল।
> পথে-ঘাটে হাতে লুটেরা সকল দিনদুপুরেই লোটে
> বণিক বেনে ও পথিকের চোখে ভয়ের চিহ্ন ফুটে।
> জনপদে নামে অত্যাচারী ও সন্ত্রাসী এক সাথ
> আবাল বৃদ্ধ বনিতা সবার নির্ঘুম কাটে রাত।
>
> সৃষ্টির সেরা জীবের এমন দেখে পতনের গতি
> প্রমাদ গুনেন আরশ আসনে বসে জগতের পতি ।
> তারই নির্দেশে আন্ধার দেশে আলোর প্রদীপ হাতে
> এলেন মহান মুক্তির দূত শান্তির বাণী সাথে।
> মহান খোদার শান্তির বাণী মানবের মাঝে এসে
> হাসিমুখে তিনি বিলান সাদরে সকলেরে ভালোবেসে।
> আঁধার আরবে দেদার আলোক রশ্মি ছড়িয়ে পড়ে
> সুশীতল বাহী শান্তির ধারা বয়ে যায় ঘরে ঘরে।
> মানুষে মানুষে শত্রুতা ভুলে, ভুলে গিয়ে হানাহানি
> বুকে তুলে নেয় শান্তি সুখের মহামানবের বাণী।
>
> কেটে যায় যত কুয়াশার ঘোর কেটে যায় আন্ধার
> ভোরের সুরুজ মিষ্টি আবহে ছড়ায় আলোক তার।
> কে সেই মহান শান্তির দূত কে সেই আলোকবাহী
> ছন্দোবন্ধে মহা আনন্দে কার গান যাই গাহি ?
>
> তিনি আল্লার আজ্ঞাবাহক মহা-মহীয়ান নবী
> তার গুণ গাথা লিখতে পারি কি আমি যে ক্ষুদ্র কবি।

   কবি বেণীমাধব সরকার এর সংক্ষিপ্ত পরিচিতি

>
> কবি ও ছড়া শিল্পী বেণীমাধব সরকার ১৯৫৩ খ্রি. ২ অক্টোবর, বাংলা ১৩৬০সনে ১৫ আশ্বিন,শুক্রবার ঢাকা জেলার অন্তর্গত ধামরাই উপজেলার দধিঘাটা গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা গৌরদাস সরকার এবং মাতা মতি মালা সরকার। তাঁর পিতা ছিলেন একজন স্বনামধন্য প্রধান শিক্ষক।
>   বেণীমাধব সরকার নিজ গ্রামে অবস্থিত সেনাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া শুরু করেন। ১৯৭১ খ্রি. রোয়াইল হাই স্কুল থেকে এসএসসি পাস করেন। কলেজ পর্যায়ে লেখাপড়া করেন সাভার কলেজ ও মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজে। সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ১৯৭৭ খ্রি. বাংলায় এমএ পাস করেন।
>
>   কর্মজীবনে সিংগাইর সরকারি কলেজের বাংলা বিভাগীয় প্রধান এবং ছাত্র ছাত্রীদের প্রিয় স্যার।
> বাল্যকাল থেকেই সাহিত্যচর্চা করে আসছেন।
> নবম শ্রেণির ছাত্র থাকাকালীন তার লেখা পত্রিকায় প্রকাশিত হয়। অদ্যাবধি সেই প্রকাশের ধারা অব্যাহত গতিতে চলছে। বাংলাদেশ ও ভারতের বিভিন্ন জাতীয় দৈনিক ও মাসিক পত্রিকায় প্রতিনিয়ত তার লেখা প্রকাশিত  হচ্ছে। শিশু সাহিত্য ও সমকালীন ছড়া সাহিত্যের ক্ষেত্রে তিনি বিশেষ স্থান করে নিয়েছেন। গান ও গল্পও লেখেন। বাংলাদেশ টেলিভিশনের একজন তালিকাভুক্ত গীতিকার।
>
> প্রকাশিত গ্রন্থ :
> দেশের মাটি শীতল পাটি (২০০৮), কালের কথা(২০০৯),একাত্তরের বর্গি (২০০৯), ভূতের মুখে রাম নাম (২০০৯), প্রেমগোলাপে কত কাঁটা (২০১১), ছাদের ওপর চাঁদের আলো (২০১১), হীরকমালার দেশে (২০১২), এসো দুর্যোগের সাথে লড়ি (যৌথ,২০১৫), মীনার জন্য গল্প ( ২০১৭,যৌথ) ।
>
> পুরস্কার:
> নাট্য প্রজন্ম সিংগাইরের “সম্মাননা ২০০৬” , বাইমাল বিজয় দিবস উদযাপন পরিষদের “বিজয় দিবস পুরস্কার-২০১১”, সাভারস্থ সিংগাইর সমিতির “শহীদ রফিক বিশেষ সম্মাননা-২০১৬”, ইউনিসেফের “মীনা মিডিয়া অ্যাওয়ার্ড-২০১৬।
>
> ঠিকানা:
> বেণীমাধব সরকার
> সহযোগী অধ্যাপক, বাংলা
> সিঙ্গাইর সরকারি কলেজ
> সিঙ্গাইর, মানিকগঞ্জ ,বাংলাদেশ ।
> +৮৮-০১৭২০৪২০৬২০


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর