দীর্ঘ কয়েক দশক ধরে সাংগঠনিক অবকাঠামো দূর্বল থাকায় কুষ্টিয়ার খোকসাতে অনেকটা আলোচনার বাইরে থাকা জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ এর কার্যক্রম সম্প্রতি বেগবান হয়েছে যুবজোটের এক কেন্দ্রিয় নেতার হাত ধরে ।
খানিকটা চাঙ্গা হয়ে উঠেছে উপজেলার শিমুলিয়া ইউনিয়নও।তারা দাবী করছে, খোকসার শুধু শিমুলিয়াতেই নয় খোকসা- কুমারখালী সংসদীয় আসনেই এখন তাদের অবস্থান শক্তিশালী হয়ে উঠেছে। ইতোমধ্যে তারা শিমুলিয়া ইউনিয়নে একজন যুবজোট নেতাকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষনাও করেছে।এ নিয়ে উপজেলার সর্বত্রই চলছে আলোচনা-সমালোচনা।
জানা যায়, আগামী নির্বাচনকে সামনে রেখে উপজেলার সর্বত্রই দাপিয়ে বেড়াচ্ছেন যুবজোটের কেন্দ্রিয় কমিটির সভাপতি রোকনুজ্জামান রোকন।একাধিক বৈঠকের খবর পাওয়া গেছে খোকসাতে। সর্ব শেষ তিনি শনিবারে বৈঠক করেছেন শিমুলিয়ায়। সেখানে ইউনিয়ন শাখা কতৃর্ক আয়োজিত মতবিনিময় ও নির্বাচনীয় আলোচনা সভার আয়োজন করা হয়। সেই বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন-জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও জাতীয় যুবজোটের সংগ্রামী সভাপতি রোকনুজ্জামান রোকন।বিশেষ অতিথি হিসেবে ছিলেন, মিজানুর রহমান মিজান,সভপতি-খোকসা উপজেলা জাসদ,সাইফুজ্জামান রুবেল,সাধারন সম্পাদক, খোকসা উপজেলা জাসদ।সভাপতিত্ব করেন শিমুলিয়া ইউনিয়ন জাসদের সভাপতি আঃরাজ্জাক পাঠান। বৈঠক পরিচালনা করেন- শিমুলিয়া ই্উনিয়ন জাসদ ছাত্রলীগের সভাপতি সোহাগ খান। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় যুবজোট খোকসা থানা শাখার সভাপতি মোল্লা বদরুজ্জান দূর্জয়কে জাসদ দলীয় প্রার্থী প্রস্তুতি নেবার নির্দেশ দেন।
এ ব্যাপারে মোল্লা বদর জানান, আমরা শুধু শিমুলিয়াতে নয় পুরো খোকসাতেই সাংগঠনিকভাবে শক্তিশালী। জনসমর্থন রয়েছে আমাদের প্রতি। আমরা শিমুলিয়াতে নির্বাচন করলে চেয়ারম্যান হবো ইনশা আল্লাহ। তবে, চেয়ারম্যান না হয়েও যেমন মানুষের আপদে বিপদে পাশে আছি, সব সময় মানুষের পাশেই থাকবো।
বদরুজ্জামান ভাইকে শিমুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চাই
বদরুজ্জামান দুর্জয় ভাইকে শিমুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চাই
প্রিয় ছোট ভাই বদরুজ্জামান কে জাসদের শিমুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করায় দারুন খুশি হয়েছি।বদরুজ্জামান একজন নিবেদিত প্রাণ মানুষ।পরের জন্য কিছু করতে পারলে সে নিজেকে স্বার্থক মনে করে।আমি প্রানভরে দোয়া করি এলাকার মানুষ যেন তাকে ভোট দিয়ে জয়যুক্ত করেন।