ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ৫৮ বিজিবি একটি দল পৃথক পৃথক অভিযান চালিয়ে ভারতীয় মদের চালান আটক করেছে।
বৃহস্পতিবার সকালে মাদক বিরোধী অভিযান পরিচালনাকারী দল সীমান্তের লড়াইঘাট থেকে ৩২ বোতল, নবদুর্গাপুর পান বরজ থেকে ৭২ বোতল, মাধবখালী গ্রামের মাঠ থেকে ৭৫ বোতল ও আকন্দবাড়িয়ার মাইজপাড়ার একটি বাশ বাগান থেকে ৩৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে। বিজিবির অভিযান বুঝতে পেওে চোকারবারিরা এসব মদ ফেলে পালিয়ে যায়। ৫৮ বিজিবির অধিনায়ক লে.কর্নেল কামরুল আহসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালন করা হয়।