মোঃ হাসান আলী
রাজবাড়ীর পাংশা ও কুষ্টিয়ার খোকসা দুই থানার এলাকা জুড়ে রয়েছে একটি বিশাল আকৃতির বিল।বিলটির নাম বসাকুষ্টের বিল। প্রভাবশালীরা প্রতি বছর এই বিলে মাছ চাষের নামে বেদখলে রাখার কারণে সাধারণ জেলেরা মাছ শিকার করতে পারতোনা ।কিন্তু এবার অজানা কারণে দস্যুদের হাত থেকে হাত থেকে এই বিল রক্ষা পেয়েছে । যার কারণে চলছে মাছ ধরার উপকরন ডোংয়া বানানোর কাজ। জেলেরা মহা উৎসবে ডোংয়া বানাচ্ছে এবং প্রতিদিন সকালে বশোয়া বাজারসহ আশপাশের হাট-বাজারে বিকিকিনি চলছে এই বিখ্যাত বিলের দেশী প্রজাতির নানা প্রকার মাছ। পাওয়া যাচ্ছে কই, পুটি, ট্যাংড়াসহ বিভিন্ন ধরনের মাছ। আপনিও ইচ্ছা করলে এই বিলের মাছ কিনতে পারবেন।এলাকার সবাই এবার অনেক খুশি বিলটা উন্মুক্ত হওয়ার জন্য।
সাধারন মানুষ অতি অল্প দামে মাছ কিনতে পারবে আমি অনেক খুশি