রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
বাৎসরিক আনন্দ ভ্রমণে কক্সবাজার গেলেন পাংশা প্রেসক্লাবের সদস্যরা মিঠাপুকুরে শাড়ী পেচিয়ে এক মহিলার আত্ম হত্যা পাংশায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত মৃত্যুর আগে ওয়াশরুম থেকে কবি হেলাল হাফিজের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেছিল পুলিশ অনন্তলোকের চিরন্তন সফরে কবি হেলাল হাফিজ পাংশায় পুলিশকে দেখে ফাঁকা গুলি ছুঁড়ে পালানো আসামী গ্রেফতার ক্ষমা চাইলেন মুফতি আমীর হামযা আশা জাগিয়ে রাখি পাংশায় আগুনে পুড়ে ছাই হলো ৪টি ঘর খোকসায় আ.লীগ নেতাদের ছাড়াতে বিএনপির হাইব্রীড নেতাদের তদবিরে জনমনে প্রশ্ন  খোকসায় আওয়ামীলীগ নেতা আটক, ছাড়িয়ে নিতে কৃষকদল নেতার তদবীর রাজবাড়ী জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত কবি রফিকুল্লাহ কালবী : সাক্ষাৎকার পাংশায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালী, কেক কাটা ও আলোচনা সভা কেন্দ্রীয় কর্ম পরিষদ বৈঠকে আমীরে জামায়াত
বিশেষ ঘোষনা
বাংলাদেশ ভূমি ডটকম এ আপনাকে স্বাগতম। আপনার মূল্যবান সাহিত্য-কর্ম প্রকাশের জন্য বাংলাদেশ ভূমি’তে পাঠিয়ে দিন। এছাড়াও আপনার চারপাশের যে কোন খবর লিখে পাঠাতে পারেন আমাদের কাছে। আমরা বস্তুনিষ্ঠতা যাচাই করে তা প্রকাশ করবো। যোগাযোগ: খন্দকার জাহাঙ্গীর হুসাইন, মোবাইল-  ০১৭৫০৪৯৫৮২০ , ই-মেইল: bangladeshbhumi@gmail.com, এছাড়াও ভিজিট করতে পারেন বাংলাদেশ ভূমি/ @Bangladeshbhumi / খন্দকার জাহাঙ্গীর হুসাইন ইউটিউব চ্যানেলগুলি। এখন থেকে নিয়মিত বন্ধ্যান্ত, যৌন, পাইলস, নাকের পলিপাসসহ যাবতীয় রোগের চিকিৎসা করছেন: খ্যাতিমান হোমিও চিকিৎসক ডা. মো. জাহাঙ্গীর হুসাইন (ডি.এইচ.এম.এস; এম.এ) । খন্দকার হোমিও হল, মুসলিমপাড়া, হেমায়েতপুর, সাভার, ঢাকা। রোগী দেখার সময়: বিকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত।

খন্দকার জাহাঙ্গীর হুসাইন ও তার ছড়া

খন্দকার জাহাঙ্গীর হুসাইন সম্পাদিত / ৬৬৫ জন পড়েছেন
আপডেটের সময় মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১, ৮:০৬ পূর্বাহ্ন

মোঃ জাহাঙ্গীর হুসাইন। খন্দকার জাহাঙ্গীর হুসাইন নামেই অধিক পরিচিত। ১লা আগস্ট ১৯৮৮ সালে জন্মেছেন কুষ্টিয়ার খোকসা উপজেলার মানিকাট গ্রামের এক মুসলিম পরিবারে। পিতা মোঃ আবু হুসাইন এবং মাতা জাহানারা খাতুন। পেশায় একজন হোমিওপ্যাথি চিকিৎসক। দায়িত্ব পালন করছেন ফরিদপুরের চন্দ্রপাড়া সুলতানিয়া ফাজিল মাদরাসার সহকারী শিক্ষক হিসেবেও। দেশ-বিদেশের বিভিন্ন পত্র-পত্রিকায় তার কবিতা ছাপা হচ্ছে বেশ গুরুত্বের সাথে। দুই হাজার সালের গোড়ার দিকে প্রথম লেখা-লেখির হাতেখড়ি স্মৃতিহয়ে থাক সাহিত্য পত্রিকার মাধ্যমে। আজ অবধি লিখেই চলছেন নিরলসভাবে। ২০০৪ সাল থেকে অনিয়মিত ভাবে সম্পাদনা করেছেন আল-মুবারক সাহিত্য পত্রিকা, ২০২১ সালে সম্পাদনা করেছেন ‘দ্বীপ্তিমান দ্বিজেন্দ্রনাথ’ নামীয় একটি স্মারকগ্রন্থ, শরৎচন্দ্র সরকারের মৃত্যুর পর স্মৃতি হয়ে থাক সাহিত্য পত্রিকা সম্পাদনা করেছেন এবং অনলাইন পত্রিকা তার সম্পাদনায় ‘বাংলাদেশ ভূমি’ নিয়মিত প্রকাশিত হচ্ছে। এই কবির অপ্রকাশিত গ্রন্থগুলির মধ্যে ‘এই দেশ আমাদের নাই আর নাই’, ‘বলিসনা ফের দলীয়’, ‘হক বাতিলের লড়াই হবে’, ‘আবোল তাবোল হচ্ছে আমার মন’, ‘এসেছিলাম অন্ধযুগে’, ‘বিষে কাতরায় দেশ’, ‘খাঁটি বাংলার ছড়া’, ‘মুখোশপড়া হিরো’ ‘শ্মশাণ ঘাটের ভ‚ত (শিশুতোষগল্প)’, ‘বিবেক আমায় দংশে বারেবারে(নিবন্ধ)’ উল্লেখযোগ্য।
কবি শিক্ষাগত জীবনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে রাজবাড়ীর হোগলাডাঙ্গী মোহাম্মাদীয়া ইসলামিয়া কামিল মাদরাসা থেকে তাফসির বিভাগে কামিল-এম.এ এবং বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড এর অধীনে কুষ্টিয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ থেকে ডি.এইচ.এম.এস ডিগ্রী লাভ করেন। পরিবারে রয়েছে স্ত্রী শেলী খাতুন এবং একমাত্র পুত্র জিয়াদ আল সাবিত।
মোবাইল নং ০১৭৫০৪৯৫৮২০
ফেসবুক ও ইউটিউব- খন্দকার জাহাঙ্গীর হুসাইন
ইমেইল- ফৎলধযধহমরৎ৭৪৮@মসধরষ.পড়স
1 জন, দাড়ি এবং পানীয়-এর একটি ছবি হতে পারে

খন্দকার জাহাঙ্গীর হুসাইন( কামিল-এম.এ; ডি.এইচ.এম.এস)

খন্দকার জাহাঙ্গীর হুসাইন এর ছড়া 

এক

তুমিই প্রভূ

কে তুমি ঐ পূব আকাশে
ছড়াও রবির আলো?
রাত্রী আনো দিনের শেষে
আঁধার করো কালো?

চাঁদের কেগো মূগ্ধকারক-
নিয়ন আলো দিলে?
প্রেমের পরশ বুলাও কেগো
আকাশ ভরা নীলে?

কে তুমি আজ পাখির গলে
দিলে প্রেমের সুর?
কোথায় তোমার বসত বলো
থাকছো কত দূর?

কে দিলে এই নদীর জলে
শান্ত-প্রবল ধারা?
বন-বাদারে ভরা যমীন
আকার জোড়া তারা।

মেঘ পরশি পাহাড় দিলে
মাটির তলের পানি
কে করেগো মাখলুকাতের
এতো মেহেরবানী?

সেতো তুমিই, তুমিই প্রভূ
মহান রহমান
এই হৃদয়েই বসত তোমার
করছো সকল দান।
………………………..
১১/০২/১৮
সাভার,ঢাকা।

 

দুই
খুলুকুল আজীম

মা আমেনার কোলটি জুড়ে
আলোর প্রভা নেমে,
করলো মরু আলোকিত
আলোক ঝরা প্রেমে।

বধির মুখে ফুটলো বানী
অন্ধ পেলো জ্যোতি,
জুলুমবাজ আর ভূত পূজারী
করলো স্বীকার নতি।

মরু ভূমির তপ্ত বাতাস
হঠাৎ হলো শান্ত
ঝিরঝিরে বাও বয়ে গেল
সব অনাচার ক্ষ্যান্ত।

এক গোলাপের সুবাস নিয়ে
লক্ষ গোলাপ ফুটলো
ফুলের মধু পান করে সব
মক্ষিকার ভুল টুটলো।

মরু ভূমির ওই গোলাপটিই
খুলুকুল এ আজীম
আকাশ-আলোক, সাগর-পাহাড়
সবাই করে তাজীম।
১৬সেপ্টেম্বর২০১৮

তিন

বিশ্বনবী (সঃ)

বিশ্বনবীর আগমনে বিশ্বভূবন হাসে
আকাশ-আলোক সাগর-নদী সবাই ভালোবাসে।

বিশ্বনবী বিশ্ববাসীর জন্য রহমত
বিশ্বের সকল জ্ঞানীজনে জানায় সহমত।
অবিশ্বাসের-বিষ তুলে নবী আনলো ঈমান ধারা
রাজ রাজত্ব ফিরে পেলো সকল ঈমান হারা।
তাইতো আজো আমরা বলি আল্লাহ একক আহাদ
তোমার তরে হাজার সালাম বিশ্বনবী মুহাম্মাদ (সঃ)

১০/১২/১৬

চার

মুহাম্মদ (সঃ)

আরবের বুকে এলো এক ভুল ভাঙানো নূর
সেই সে নূরের ঝলকানীতে আঁধার হলো দূর।
হলো মরু আলোকিত মেঘে দিলো ছাঁয়া
বৃক্ষ-তরু সালাম করে দিয়ে পরম মায়া।

মানুষ,পশু, সহায়হীনে সবাই পেলো ঠাঁই
মানবতার এমন পুরুষ তার মতো আর নাই।
সব মানুষের একই সুরে একই আহবানে
বুকে বুকে বুক মিলিয়ে দিলেন একটি গানে।
কালো- ধলো রইল না আর তফাৎ কারো মনে।
যুগের সেরা যুগ দিয়েছেন নূর মুহাম্মদ ধনে। (সঃ)

পাঁচ

মা যে আমার মা প্রিয় মা

আমায় যিনি সবার থেকে
একটু বেশি ভাবেন
সকাল দুপুর কিংবা রাতে
আমি খেলেই খাবেন

তিনি কী আর অন্য কেহ?
পরাণ আমি অংশ দেহ
তিনিই আমার মাতা।

মা ছাড়া আর কেবা পারেন
স্বার্থ ছাড়াই ভাবেন
দুঃখ পেলেই দুঃখিত হন
আমি খেলেই খাবেন
না যদি খাই একটি বেলা
খাওয়ায় তাঁহার অবহেলা
স্বাস্থ্যটা হয় যা-তা।

মা ছাড়া নাই ভবের আপন
কী যে মধুর তাঁহার শাসন
ঈদ বা পূঁজোয় গিফট না দিলেও
যায়না কমে আমার আসন
মা যে আমার মা প্রিয় মা
এই যে মধুর প্রাণের ভাষণ।।
২৪/০৮/২০১৮

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর