আগ্রাসন
মোঃ জিল্লুর রহমান লালন
সামরাজ্যবাদী হায়নার চোখ
আমার স্বাধীন সোনার বাংলায়
কষ্টার্জিত পতাকা আমি আগলে রাখি
বুকের গহীনে, হৃদয়ের আঙ্গিনায়।
তিন দিকে কাঁটা তার
একদিকে জলাধার
তার মাঝে “ব”দ্বীপ আমার
স্বাধীন ভূখণ্ড এক….
সবুজ -সোনার বাংলা।
সম্প্রীতির এদেশে, জাতি-ধর্ম নির্বিশেষে
একসাথে করে বাস
সীমান্তের কাঁটা তারে তবুও দেখি
ফেলানীর ঝোলে লাশ।
তিস্তার পানি নিয়ে
হলো কতো কেচ্ছা
পানি বিনে মরুভূমি
নেই পানির হিস্যা।
নাফ নদীর ওপারে…..
রোহিঙ্গা লাখে -লাখ
পুশইন হয় শুধু
এপারে ঝাঁকে -ঝাঁক।
অস্ত্র আর মাদক আসে
কাঁটা তার পেরিয়ে
আসে সব রাতে- দিনে
সবার চোখ এড়িয়ে।
‘আম’ আর ‘মাছ’ দিয়ে
” শাক দিয়ে ঢাকো মাছ”
বাংলার জমিনে আজ
রোহিঙ্গা করে চাষ।
যুব সমাজ ধ্বংস আজ
মাদকের কবলে
জাতি আজ দিশেহারা
মরণ নেশার ছোবলে।
বাঁচাও এ যুব সমাজ
মাদকমুক্ত গড়ো দেশ
গড়ে তোলো সোনার বাংলা
বিশ্বসেরা বাংলাদেশ।