পল্লী মায়ের আকুতি
মোঃ আকরাম হোসেন খান
ঐ যে সূদুর গাঁ দেখা যায় তেপান্তরের বাঁকে।
দোয়েল, কোকিল, ময়না, টিয়া আজও সেথায় ডাকে।
সেথায় আছে ছোট্ট কুটির পল্লী মায়ের বাস।
তারই মাঝে কাটে তাহার সকাল, দুপর, সাঝ।
কত রাখাল গান গেয়ে যায় তেপান্তরের বাঁকে।
তাইনা শুনে পল্লী মায়ের অনেক সময় কাটে।
পল্লী মায়ের দুঃখ ভরা সারা অন্তর জুড়ে।
তাহার ছেলে শিক্ষা নিয়ে যাচ্ছে চলে দূরে।
মাকে তোরা, যাসনে ভুলে ইট পাথরের ভীড়ে।
ইট পাথরের দালান কোঠায় বিজলী বাতি জ্বলে।
পল্লী মায়ের কুড়ে ঘড়ে মাটির প্রদীপ,কেরোসিনে চলে।
পল্লী মায়ের নাওয়া খাওয়া দীঘির জলেই চলে।
মা’যে তোদের বিয়োগ ব্যথায় ভাসছে চোখের জলে।
পল্লী মা’যে ডাকছে তোদের করুন হৃদয় খুলে।
তোরা সবাই জ্ঞানী ছেলে আয়না এবার ফিরে।
জ্বালনা এসে জ্ঞানের প্রদীপ মায়ের ছোট্ট নীড়ে।
——-০——
১৯/১১/১৯৮৬ইং
তাহেরপুর, খোকসা।