আমার খোকসা
মোঃ আকরাম হোসেন খান
তোমার খোকসা, আমার খোকসা, আমরা খোকসাবাসী।
চল আমরা সবাই মিলে খোকসাকেই ভালোবাসি।
খোকসার মাঠ, খোকসার ঘাট, খোকসার মাটি, সোনার চেয়েও খাঁটি।
ঈদের ছুটি, পূঁজার ছুটি, তাইতো সবাই খোকসায় ছুটে আসি।
খোকসার আকাশে, খোকসার বাতাসে মমতার টান।
জীবনের বিনিময়েও রাখবো মোরা খোকসার মান।
খোকসার মাটিতে ছড়িয়ে আছে কত বুদ্ধিদীপ্ত প্রাণ।
আজও খোকসার মাটি নেয় তাদেরই জ্ঞানের ঘ্রান।
আজি সবাই মিলে জানাবো তাদের প্রাণঢ়ালা সম্মান।
আছে অনেক জ্ঞানী গুনী খোকসার নিবেদিত প্রাণ।
মহামারী, বন্যায় দুঃস্থের পাশে থেকে বিলায়েছে ত্রাণ।
তাদের সবার প্রতি রইল আমার আন্তরিক সালাম।
আমার খোকসায় আরও আছে নাম না জানা হাজারো গুনীজন।
তারাও আমার খোকসার, আমার আত্মার পরম শ্রদ্ধাভাজন গুরুজন।
আছে বহু কবি, লেখক নাম জানি ওয়াজেদ, জাহাঙ্গীর, লিটন।
মনেপ্রাণে তাদের প্রতি রইল আমার সশ্রদ্ধ সালাম ও নিবেদন।
আমার খোকসায়, তোমার খোকসায় আজি “জোনাকির আলো” জ্বলে।
সে কথাইতো “খোকসার সূবার্তা” সবার কানে কানে বলে।
আমার খোকসা, আমারই খোকসা, খোকসা আমার অমর ভালোবাসা।
খোকসা আমার জীবন মরণ, খোকসাই আমার একমাত্র আশা-ভরসা।
খোকসা আমার অমর গাঁথা, খোকসা আমার সূশীতল ছায়া।
তাইতো আমার খোকসার প্রতি চিরদিন রয়ে যাবে মায়া।