এসময়ের সাড়া জাগানো কবি ও ব্যাংকার জনাব রহমান মাজিদ দেশবাসীকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়েছেন। আমাদের এই প্রতিবেদকের মাধমে তিনি জানান, ‘প্রিয় ভাই, বোন, বন্ধুরা। মহামারি করবোনার নির্মম ছোবলে যখন জনজীবনে নেমে এসেছে দুঃখের কালো ছায়া ঠিক তখনই ত্যাগের মহান শিক্ষা নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছে মুসলমানের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা। পরিবার পরিজনসহ আপনাদের সুরক্ষিত জীবন কামনা করে জানাচ্ছি পবিত্র ঈদুল আযহা’র শুভেচ্ছা ঈদ মোবারক।’
কবি রহমান মাজিদ কবিতা ছাড়াও সাহিত্যের বিভিন্ন ধারায় তার প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন। তিনি নিয়মিত প্রবন্ধ,ছোট গল্প, কবিতা লিখেছেন। তার
কবিতা, গল্প, প্রবন্ধ প্রকাশিত গ্রন্থগুলি মধ্যে উল্লেভযোগ্য ১- কাপুরুষ সিংহ (কবিতা) ২০১৭ ইং সাল, পাথফাইন্ডার পাবলিকেশন্স বগুড়া ২- সভ্যতা নারী ও ইসলাম (প্রবন্ধ) ২০১৮ ইং সাল, পাথফাইন্ডার পাবলিকেশন্স, বগুড়া ৩- বাঁক ফেরার অপেক্ষায় (কবিতা) ২০১৯ ইং সাল, ইনভেলাপ পাবলিকেশন্স, ঢাকা পুরস্কারঃ ১- ইয়থ ডেভেলপমেন্ট ফোরাম সাহিত্য পুরস্কার ২০১৮ ২- বাংলা সাহিত্য ও সংস্কৃতি পরিবার (বাসাসপ) পুরস্কার ২০১৯ ইং সাল ৩- সৃজন সাহিত্য পুরস্কার ২০২০ ইং সাল সাহিত্য সংগঠনঃ ১- উপদেষ্টা, সৃজন সাহিত্য সংগঠন, ব্রাহ্মণবাড়িয়া ২- উপদেষ্টা, তাল পাতা সাহিত্য পরিষদ, সাভার, ঢাকা ৩- সাধারণ সম্পাদক, সংকল্প সাংস্কৃতিক সংসদ, ঢাকা। কবির জন্ম কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার সাতপাখিয়া গ্রামে। শিক্ষা জীবনে তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।