মোঃ খালিল কুয়েত প্রবাসী
————————————//
আমি কবি হতে চাই না
তবুও লিখি কিছু সত্য কথা,
সত্য যদি না লিখি তবে
বিবেক আমার দেয় নাড়া ।
বিবেকের তাড়নায়
আমি করি লেখা লেখি,
লেখার মাঝেই তুলে ধরি
চলমান কতো পরিস্থিতি ।
চলছে কতো অনিয়ম
করছে দুর্নীতি,
তাই নিয়ে লিখি আমি
হতে চাই না কবি ।
জুলুমবাজরা জুলুম করে
দুচোখ দিয়ে দেখি,
প্রতিবাদের ভাষায় তা
লিখে প্রকাশ করি ।
অন্যায়ের প্রতিবাদ
করতে ইচ্ছে করে,
শক্তি দিয়ে না পারলেও
করি তা লিখে ।
লিখি বলেই লেখক বলে
করিনা তো দাবি,
আমি অতি মুর্খো বলেই
হতে চাই না কবি ।
অসাধারণ কবিতা