আমি তোমাদের ভাই
তাজ ইসলাম
ক্ষমা করে দিও দিঘি
খাল বিল নদী
ধরনীর সব জল
গভীর জলধী।
যদি আমি মরে যাই
মাফ করে দিও
যখনই খবর এই
পাও তুমি প্রিয়।
ক্ষমা করে দিও হেই
সাত মহাদেশ
বনের গভীরে যাবে
মৃত্যুর আদেশ।
যখন মলিন হবে
দুর্বা জীবন
অথবা বিলীন হবে
ছায়াদার গাছ।
রাঘব বোয়াল আর
কাতলা মরণ
নীরবে হারিয়ে যাবে
দারকিনা মাছ।
ক্ষমা করে দিও
ব্রীজ কালভার্ট পুল
জীবনের হাইওয়েতে
কৃত সব ভুল।
ক্ষমা কর অফিসের
চেয়ার টেবিল
ক্ষমা চাই বস আর
দারোয়ান চাচা।
ক্ষমা কর হইচই
বিষন্নকাল
দুখে সুখে
সংগ্রামে বিবর্ণ বাঁচা।
ক্ষমা কর আত্মীয়
পড়শি ও পর
আলোকিত হয় যেন
আমার কবর।
দোয়া কর ক্ষমা কর
মাফ কর ঋণ
আছি খুব ভয়ে ভয়ে
সহজ সরল হয়ে
পাড়ি দিতে চাই
শেষ বিচারের দিন।
ক্ষমা চাই,ক্ষমা কর
ধরণীর সবে
নয়নের জলে তাই
সেজদায় ক্ষমা চাই
ক্ষমা যেন করে দেন
সেই মহা রবে।
ক্ষমা কর রাজপথ
ক্ষমা কর গ্রাম
মরে গেলে মনে রেখ
অধমের নাম।
সকলের কাছে আজ
আমি ক্ষমা চাই
ক্ষমা করো আমিওতো
তোমাদেরই ভাই।