কুষ্টিয়ার খোকসায় জাতীয় প্রেস কাবের সহ-সভাপতির রত্নগর্ভা মায়ের দাফন সম্পন্ন। ঢাকার একটি হাসপাতালে আইসিইউতি চিকিৎসাধীন রয়েছেন এই সাংবাদিক নেতার বাবা তোফাজ্জেল হোসেন (৯০)।
বৃহস্পতিবার দিনগত রাত সাত সাড়ে ১০ টায় রাজধানীর রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মহীয়সী সাজেদা বেগম (৮২) শেষ নিশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি–রাজিউন)। শনিবার সকালে মরহুমার মরদেহ তার গ্রামে বাড়ি শোমসপুরে পৌছালে শোকবহ পরিবেশের সৃষ্টি হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, জেলা ও উপজেলা পর্যায়ের আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পাটিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সাংবাদিকসহ সর্বস্তরের সাধারন মানুষের ঢল নামে। পরে ইসলামী ফাউন্ডেশনের মুরদা দাফন টিম পাবিবার কবর স্থানে মরহুমার দাফন করে।
বার্ধ্যক্ষ জণিতরোগে আক্রান্ত এই বৃদ্ধ দম্পতি সাজেদা বেগম রাজাবাগ পুলিশ হাসপাতাল, তার স্বামী তোফাজ্জেল হোসেন বঙ্গবন্ধ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (পিজি) আইসিইউতি চিকিৎসাধীন রয়েছেন।
রত্নগর্ভা সাজেদা বেগম জাতীয় প্রেস কাবের সহ সভাপতি ও মাছরাঙা টেলিভিশনের হেড অব নিউজ এবং ঢাকাস্ত কুষ্টিয়া সাংবাদিক ফোরামের সভাপতি রেজোয়ানুল হক রাজা। মরহুমার বড় ছেলে আশরাফুল হক বাদশা, দ্বিতীয় পুত্র আহসানুল হক নবাব, শোমসপুর আবুতালেব ডিগ্রী কলেজের অধ্য রায়হানুল হক সুলতান, নিউজ ২৪ এর টেলিভিশন চ্যানেলের সিনিয়র নিউজ এডিটর বোরহানুলহক সম্রাট।
[…] […]