জীবন হতে ঝরে গেল, মোর পঞ্চাশটি বছর।
আজি ব্যর্থ পথিকের বেশে তবুও করছি সবর।
জানি তুমি আছো সকল সৃষ্টির মাঝে, অপরুপ সাজে।
তোমারে খুঁজি নীরবে, নিভৃতে সকল কাজের মাঝে।
পাওয়া না পাওয়ার ব্যথা মোর শুন্য হৃদয়ে বাজে।
তোমারে খুঁজি সালাতে, খুঁজি দুঃস্থ, এতিমের মাঝে।
তোমারে খুঁজি আমি দিল কাবা’য়, খুঁজি দুর অজানায় খুঁজি শুন্যে,
মহাশুন্যে অসীম আকাশে তারাদের মেলায়।
আমি আজি ক্লান্ত, দিকভ্রান্ত, অশ্রুসিক্ত বসে এ অবেলায়।
ধূসর স্বপ্নরা হৃদয় জুড়ে খেলা করে যায় অবলীলায়।
করেছি কি কোন ভুল? তোমার আহ্বানে দেইনি কি সাড়া?
মোর জ্ঞাতসারে তব সৃষ্টির হয়নিকো কোন ক্ষতি আমার দ্বারা।
হে মহান সত্ত্বা তবে কেন দাও না খুলে? তোমার রহমতের ধারা।
তুমি সদা সর্বদা জাগ্রত, দেখিছো তব আঁখি মেলিয়া।
ওগো রহমান,তব রহমতের দরিয়া দাও আমায় খুলিয়া।
————