জীবন একটা কয়েল
ক্রমশ জ্বলছে
জ্বলতে জ্বলতে চলছে জীবন।
জীবনের দিনগুলো
ক্রমান্বয়ে ধোঁয়া হয়ে উড়ে যায়
নানান কিসিমের মশা তাড়াতে
অবিরাম পুড়ছে জীবন।
জীবন সামনে পা বাড়ায়
আগুনও এগিয়ে যায়
পুড়তে পুড়তে সামনে যায়
বউ বাচ্চাসহ একটা
নিরপদ্রুপ ঘুমের আশায়।
কোন এক ভোরে
জেগে দেখে জীবন
স্ট্যান্ড জুড়ে পড়ে আছে
কিছু কয়েল পোড়া ছাই।
জীবন তখন খাটিয়ায় শোয়া
কফিনে মোড়ানো নিথর দেহ।
কী দারুণ মিল!
ঝাড়ুতে ঝাড়ুতে মিশে যায় ছাই
হাওয়ায় হাওয়ায়
আর জীবন লাশ চলে যায়
কবরের গহীন নির্জনতায়।
আহারে জীবন কত ক্ষণিকের তবু্ও অঙ্ক কষি। পরিকল্পনা সাজাই আগামী দিনের।