খোকসা উপজেলায় মাদক সেবনের দায়ে সেলুন কর্মচারী শহিদুল ইসলাম (৩০) কে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করলে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টার সময় উপজেলার শোমসপুর কলেজপাড়া মৃত ওয়াজেত শেখ এর ছেলে ভারতের নিষিদ্ধ (মাদক দ্রব্য) পেন্টাডল ট্যাবলেট ৩০ পিস সেবন রত অবস্থায় খোকসা থানার এএসআই মোঃ আসাদুল ইসলাম খান ও কনস্টেবল ফরিদুল ইসলাম হাতেনাতে গ্রেপ্তার করে। পরে খোকসা বাসস্ট্যান্ডে উপস্থিত জনসম্মুখে উপজেলা ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসহাক আলী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনের ৯ এর (গ) ধারায় দোষী সাব্যস্ত করে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। এসময় ভ্রাম্যমান আদালতের পেশকার ও খোকসা থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।