স্ত্রীর উপর অভিমান করে
——————
কুষ্টিয়ার কুমারখালিতে পরকীয়ার অপবাদের জবাবে পুরুষাঙ্গ কাটলো এক স্বামী
================
পরকীয়ার অপবাদ দেওয়ায় কুষ্টিয়ার কুমারখালিতে নিজের বউয়ের উপর অভিমান করে পুরুষাঙ্গ কাটার খবর পাওয়া গেছে। এ ঘটনাকে ঘিরে এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ।
জানা যায়, উপজেলার হাসিমপুরের বাঁখই মোহাম্মদপুর গ্রামের মুঞ্জল মণ্ডলের ছেলে মুনতাজ আলী(৫২) বউয়ের উপর অভিমান করে নিজের পুরুষাঙ্গের অর্ধেকের বেশি কেটে ফেলেছে।
অসুস্থ অবস্থায় কুমারখালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে মুনতাজ আলী জানান, তার নিজের বউ পাশের বাড়ির একটি মহিলার সাথে পরকীয়ার অভিযোগ আনে।বুধবার সকালে পবিত্র কুরআন ছুঁয়ে এমন নোংড়া কাজ করেনি বলে জানালেও তাঁর বউ বিশ্বাস করে নাই।
আর এই অভিমানে বুধবার রাত আটটার সময় নিজ ঘরে দ্যা দিয়ে নিজের পুরুষাঙ্গ কাটেন তিনি।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত মুনতাজ আলীর পুরুষাঙ্গের ৭৫ শতাংশই কাটা হয়েছে। প্রসঙ্গত, গুরুতর অসুস্থ অবস্থায় মুনতাজ আলীকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে তার বউকে অনুতপ্ত অবস্থায় পাশে থাকতে দেখা গেছে।
বর্তমানে তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট আবাসিক মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।