শিক্ষকের বেদনা
কবিঃ মোঃ আমির আলী
পক্ষী শাবকের মতো ওরা আসে আমার বুকে
চারিদিকে নেচে বেড়ায় আলতো পায়ে ছন্দ তুলে;
আমি সব ভুলে যাই স্বরুপ দেখি ওদের মাঝে
বুকের যতটুকু ভালোবাসা সবটুকু দিই উজাড় করে ।।
কখনও জহুরা, কখনও ফাতেমা, জামাল, কামাল
নানা নাম নিয়ে আসে মোর আঙ্গিঁনায় ;
অজান্তেই নিজেরে হারাই ওদের মাঝে
কখনও ভাবিনা ওরা হারিয়ে যাবে অভাবের কাছে ।।
দিনে দিনে ওরা বেড়ে ওঠে প্রকৃতির খেয়ালে
শৈশব হতে কৈশর কখনও যৌবনে ;
হঠাৎ মলিন মুখে দাঁড়িয়ে জানায় কঠিন বারতা
বিয়ে নামক কাতলায়, দাঁড়িয়ে বলির অপেক্ষায় ।।
গরীবের ঘরে জন্ম ওদের এটাই অপরাধ
ফাতেমারা কাঁদে আমিও কাঁদি হারাবার বেদনায় ;
পিতামাতার সমোত্ত মেয়ে ঘরে রাখা বড় দায়
অকালে হারায় জহুরারা , স্বপ্ন ভেঙ্গে যায় ।।
যখনই নিজ আঙ্গিনায় ঘুরি, খুঁজে ফিরি
হারিয়ে কাঁদি, ওদের নিষ্পাপ মুখের হাঁসি ;
আসেনা ফিরে জহুরারা, হারিয়ে যায় চিরতরে
অভাব নামক হি়ংস্র জানোয়ার নেয় কেড়ে ।।
রাস্তায় দেখি জামাল কামাল রেকশা চালায়
তপ্ত তাপদহে কচি মুখখানা ভরপুর বেদনায় ;
চোখে জল আসে, অসুস্থ বাবা, আসেনা পাঠশালায়
শিউলরে দেখি যৌতুকের দায়ে ঘর ভাঙ্গে অবেলায় ।।
জীবন নাটকে মালির ভূমিকায় পাঠিওনা দয়া করে
এতজ্বালা বল ধরে রাখি কেমনে ছোট্ট হৃদয়টাতে ;
মানুষ যদি তব শ্রেষ্ঠ সৃষ্টি হয় এই ধরাধামে
শিউলিরা কেনো অবেলায় ঝরে অভাবের তাড়নাতে।
ভালো লাগল
Amar kub valo laglo