গা-গতরে সুগন্ধী আর স্যুট-কোটে এক হিরো
লোকে বলে সেল্যুট সেল্যুট নাই অবসর-থিরও।
একটা তুমি হিরো।
ব্যাংকে তোমার টাকার পাহাড় সরকারী দল গোনে
এরই ফাঁকে কল করো যে সুন্দরীদের ফোনে।
নওতো হিরো মনে।
মনে তুমি ইতর ঠিকই বাইরে বোঝাও সুফী
পরের জমিন দখল করে মাথায় পড়ো টুপি!
বন্ধু তোমার আসল-নকল জানা সকল রূপই।
নিজেই তুমি নিজকে যখন যাও দিয়ে ভাই ফাঁকি
তখন কি আর পিছন থেকে মানায় ডাকাডাকি?
তখন নীরব শুধু থাকি।
কিন্তু যখন আবার ফিরে জোর দখলে মাতো
বুঝেও তোমায় হ্যাঁচকা টানে একটু ফিরাই নাতো
আমি ধরছি না ওই হাতও।
হয়ত ভাবো তোমার কোন হয়না খবর রাখা
বন্ধু শোনো, তোমায় নিয়ে হিসাব আমার পাকা।
মন মগজে তোমার শুধু অসৎ ছবি আঁকা।
হিরো তুমি গা-গতরে ক্ষমতা বেশ হালে
ইট মেরেছো, মনে রেখো পড়বে পাথর চালে।
শুধু পড়লে ধরা জালে।