যখনি ভাবি ওগো দয়াময়, তোমার ডাকে সাড়া দিতে হবে।
মায়াময় এই পৃথিবীর সব চাওয়া-পাওয়া স্মৃতি হয়েই রবে।
যারা ছিল মোর অতি আপন জন, রক্তের বাঁধন।
সে দিন কাউকেই কাছে পাবো না করিয়া ক্রন্দন।
সেদিন দেখিতে পাবো না হায় শ্রাবণের অঝরে বারি ধারা।
দেখিতে পাবো না আর হেমন্তের গাছে গাছে প্ল্লব ঝরা।
দেখিতে পাবো না আর বসন্তের পত্র-পল্লব খচিত ধরা।
সে দিন শুনিতে পাবো না আর ঝড়া পাতাদের কান্না।
হেরিতে পারিবো না আর বৈশাখী দুপুরে শিশুদের রান্না।
নবান্নের উৎসব সাড়া জাগাবে মায়াময় পল্লীর ঘরে ঘরে।
ওপার হতে ফিরিতে পারিবো না আর পল্লী মায়ের দ্বারে।
নিয়তির নিয়মে রয়ে যাবো অনন্ত কাল ধরে পরপারে।